Home / Nouka Dubi
নৌকা ডুবি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালজয়ী বাংলা উপন্যাস. রমেশ আর হেমনলিনী একে অপরকে পছন্দ করে কিন্তু তাদের জীবন একসাথে শুরু হবার আগেই আসে এক বাঁধা. রমেশের বাবা তাকে এক বিধবার মেয়েকে বিয়ে করতে জোর করে এবং রমেশ ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে. বিয়ে করে নৌকায় ফেরত আসার পথে এক এমন ঝড় উঠে তাতে রমেশ তার বৌকে তো ফিরে পায়ে কিন্তু গল্পটি এক অসাধারণ নতুন দিকে রূপান্তরিত হয়.