Home / Chokher Bali
রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বাংলা সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি। মহেন্দ্র আশাকে বিয়ে করে খুবই সুখী, কিন্তু রাজলক্ষী তার ছেলে মাহেন্দ্রার বিয়ের পর, নিজেকে এক পায়ে। গ্রাম থেকে ফেরার বেলায় ঘরে নিয়ে আসে বিনোদিনীকে। বিনোদিনীর আসাতে সংসারে এক অদ্ভুত ওলোট পালট শুরু হয়. বিনোদিনী তার রূপগুনে সবাই কে মুগ্ধ করে, কিন্তু বিনোদিনীর মনে আজও এক গোপন অন্ধকার বাস করে, মহেন্দ্র এবং তার বন্ধু বিহারি যে তাকে একদিন ফিরিয়ে দিয়েছিলো...